লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল।।ধু।।
দেব ঋষি না পায় ধ্যানে, সে ফুল মহাদেবের অনুকুল।।চি।।
ফুলের মূল যে দেশে, থাকে শূন্য আকাশে
বিন্দুমধ্যে আছে আকাশ, আছে বিন্দু আকাশে
লোভেতে অকুর ফুলের সুদৃঢ় বিশ্বাসে যার বাড়ে মূল।
অতি শুদ্ধ সুনিৰ্মল, ফুলের নাহি টলাটল
সাধু সঙ্গে বাড়ে লতা, পাইলে শ্রবণাদি জল
ফুলের গন্ধে মকরন্দ, রামানন্দ আদি অলিকুল।
কহে শ্ৰীরাধারমণ, সজল উজ্জ্বল বরণ
ফুলের মাঝে বিরাজ করে আনন্দ মদন।
ফুলের মধুসুধাসিন্ধু গৌর নিতাই সুরধনী কুল।
পূর্ববর্তী:
« লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে
« লালন বলে সুধা নাকি আছে গুরুর কাছে
পরবর্তী:
শক্তিতে বিদ্যুৎ দেখতে পাই »
শক্তিতে বিদ্যুৎ দেখতে পাই »
Leave a Reply