রূপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায়
হায়রে মন মানুষ ধরা দায়।।ধু।।
দলে উৎপত্তি মৃণাল, রূপে রসে ডগমগি অমৃত রসাল।
উলটা দলে বালামখানা, রসিকজন জানে তায়
চন্দ্ৰ সূর্যের গতি না চলে, গিরি গুহার অন্তরালে
নিবৃত্তি স্থলে।
প্ৰেম বাতাসে উতলা, চটকে দামিনী প্ৰায়
প্ৰভু রঘু বলে পথ-নিশানা, ভুবছে যদি ডুবে থাক
আখি তুইল না।
তার সাক্ষী আছে পঞ্চানন, শ্ৰী রাধারমণে গায়।
পূর্ববর্তী:
« রূপ দেখিলাম জলের ঘাটে ভুলাইলে না ভুলা যায়
« রূপ দেখিলাম জলের ঘাটে ভুলাইলে না ভুলা যায়
Leave a Reply