মুখে একবার হরি বল ওরে মন দিন বিফলে গেল
সাধের মানব জনম দুৰ্ল্লভ জনম আর নি
ভবে হবে বল।।
দশ ইন্দ্ৰিয় না হলে বিশ, মন আমার বাউল
কামক্রোধ রত্নধন সমৰ্পণ যে দিল
আসল সহিতে ভরা শুকনায় ডুবিল।।
ভেবে রাধারমণ বলে মন আমার বাউল
জিতে না পুরিল আশ মরিলে কি পুরিব।।
পূর্ববর্তী:
« মিলিয়া সব সখীগণে ভৈনালা করিতে আইলা রূপসীর সনে
« মিলিয়া সব সখীগণে ভৈনালা করিতে আইলা রূপসীর সনে
পরবর্তী:
মুখে হরেকৃষ্ণ হরি বল মনপাখি »
মুখে হরেকৃষ্ণ হরি বল মনপাখি »
Leave a Reply