মাইয়া সামান্য তো নয়, মাইয়াতে উৎপত্তি সৃষ্টি
মাইয়াতে উৎপত্তি প্ৰলয়।।ধু।।
অনন্তগুণ মাইয়ার কাছে সর্বশক্তিময়।।চি।।
মাইয়া জানেন মহেশ্বরে মাইয়ার চরণ ধরে শিরে।
আরেক মাইয়া হাদি পরে উলঙ্গ হইয়া রয়।
মাইয়ার কাছে বস্তু আছে সাধনেতে সিদ্ধ হয়।।১।।
মাইয়ার প্ৰেমে বান্ধা হরি দাসখতে দস্তখত করি।
সাধলেন মাইয়ার চরণ ধরি সে মাইয়া কে সামান্য কয়।
দেবদানব গন্ধৰ্ব মানব সে মাইয়ার বশে রয়।।২।।
স্ত্রীরত্নধন বহু কষ্ট যদি কারো ভাগ্যে ঘটে
মরে ভূতের বেগার খাইটে না পাইয়ে মাইয়ার পরিচয়।
রসিক জানে মাইয়ার মর্ম, রাধারমণ কয়।।৩।।
পাঠান্তর : মাইয়াতে … সৃষ্টি > মাইয়াতে সৃষ্টি স্থিতি; মাইয়ার কাছে … হয় > মাইয়ার কাছে শক্তি আছে সাধিলে সিদ্ধি হয়; সে মাইয়া কয় > সে সামান্য মাইয়া নয়; না পাইয়ে … পরিচয় > সুপুত্র মাইয়ার পরিচয়; মাইয়ার মর্ম -> মাইয়ার কদর।
পূর্ববর্তী:
« মাইয়া তো নয় সামান্য লোক যার প্রেমে আপনি কৃষ্ণ
« মাইয়া তো নয় সামান্য লোক যার প্রেমে আপনি কৃষ্ণ
পরবর্তী:
মাওলা সর্বশক্তিমান মাওলা তুমি দয়াবান »
মাওলা সর্বশক্তিমান মাওলা তুমি দয়াবান »
Leave a Reply