মনের মানুষ না পাইলে
মনের কথা কইয়ো না–
প্রাণ-সজনি, না না না।।
কুসঙ্গীয়ার সঙ্গ ছাড়ো,
হায় রে, সদায় গুরুর সঙ্গে ধরে গো।
ওরে রঙেঙ্গর গুটি চালান কইরে
বন্ধ কইরো না।।
যদি তোমার ভাগ্যে থাকে–
হায় রে, মনের মানুষ পাইবে বসে গো।
ওরে, অসময়ে চলতে গেলে
কেও তো চলবে না।
ভাইবে রাধারমণ বলে,
হায় রে, মনের মানুষ ধরতে গেলে গো–
ওরে, মনের মানুষ ধরতে গেলে
ধরা দিব না।
পূর্ববর্তী:
« মনের মানুষ এ দেশেতে নাই প্ৰাণসখী বল গো মোরে
« মনের মানুষ এ দেশেতে নাই প্ৰাণসখী বল গো মোরে
পরবর্তী:
মনের মানুষ পাবি নি গো ললিতে বল না »
মনের মানুষ পাবি নি গো ললিতে বল না »
Leave a Reply