মনবেপারী ধরছে পাড়ি, রংপুরের হাটে
লোভের পুঞ্জি নিল ছয় জনায়ে লুইটে।
রঙের নাও রঙের বৈঠা তাতে দিলাম মাঝি ছটা।
উজান বাতাস পাইলে নাও যায় ছুইটে।।
রঙের হাট রঙের বানা রঙের কারবার
রঙের পাসার কিনে রঙিলা হাটে।।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
পারের কান্ডারী নিতাই বসিয়া আছে ঘাটে।।
পূর্ববর্তী:
« মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি
« মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি
পরবর্তী:
মনমাঝি তুই হইস নারে বেভুল »
মনমাঝি তুই হইস নারে বেভুল »
Leave a Reply