বসে ভাবিছ কি রে মন মনবেপারী।
সামাল সামাল ডুবল তরী, আরো সামাল সামাল
ডুবল তরী।
মন রে প্রবঞ্চনের জিনিস ভরি নৌকা করলাম।
ভারী সারা দিন ঘাটে বসি সন্ধ্যাবেল ধরছি পাড়ি।।
মন রে ভবনদীর তরঙ্গ পালায় দশজন দাড়ি
দয়াল গুরু হয় যদি কান্ডারী
আমি পাড়ি দিতে ভয় কি করি।।
ভাইবে রাধারমণ বলে শুন রে মনবেপারী
জয় রাধা নামের বাদাম কৃষ্ণের নামে গাওরে সারি।।
পূর্ববর্তী:
« বসে ভাবছ কীরে মন ভোমরা
« বসে ভাবছ কীরে মন ভোমরা
পরবর্তী:
বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না »
বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না »
Leave a Reply