(তাল-খেমটা, লোগ–মনোহর সাই)
প্ৰেমরসের ফুলবাগানে সঙ্গোপনে কুসুমকলি ফুটিয়াছে।।ধু।।
কমলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে খুঁজতে আছে।
যে ফুল নহে বাসি দিবানিশি সৌরভে ভুবন মাতিয়াছে।।১।।
কমলের মূল সূত্ৰধর রসিক কারিগর রসের কমল গঠিয়াছে
রসের নাই পারাপার শুকনায় সাতার অনুরাগের বাতি
জ্বলতে আছে।।২।।
গিরি গুহার অন্তরালে বিদ্যুৎ খেলে চান্দের উপর
চান্দ শোভিয়াছে
রাধারমণের কথা হৃদয় গাথা আটচল্লিশ চান্দ ফুলের কাছে।।৩।।
পূর্ববর্তী:
« প্ৰেম সিন্ধু উথলিল অদ্বৈত হুঙ্কারে
« প্ৰেম সিন্ধু উথলিল অদ্বৈত হুঙ্কারে
পরবর্তী:
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি »
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি »
Leave a Reply