প্ৰেম পবন লাগলো যাহার গায় দিবানিশি সদায় খুশী
কেবল বলে হায় রে হায়।।ধু।।
প্ৰেম পাবলেন যাদের ধরে সদায় থাকে প্ৰেম বাজারে
রাসিক জনে চিনতে পারে অরসিক চিনা দায়।
রসে রসে রসিক হইয়া অরসিকে তেয়াগিয়া
তবে পারো লইতে চিনিয়া রসিক চিনা বিষম দায়।
রসিক জানে রসের ধর্ম অরসিকে নয় তা কর্ম
রসিক কুলে লইলে জন্ম অভাবে না। স্বভাব যায়।
জলের মাঝে মিশে না তেল কুল গাছে ধরে না বেল
খেজুর গাছে তাল ধরে না মরা বীজে অঙ্কুর না গজায়।
গাধা কখনো হয় না ঘোড়া পিঠে দিলে হাজার কোড়া
বাচালের মুখ বন্ধ হয় না কথা বলতে না পারে বোবায়।
ভাইবে রাধারমণ বলে মনের মত রসিক পাইলে
পড়ে থাকবো চারণ তলে যদি না ঠেলে রাঙ্গা পায়।
পূর্ববর্তী:
« প্ৰেম জ্বালা সহে না পরানে গো সখী
« প্ৰেম জ্বালা সহে না পরানে গো সখী
পরবর্তী:
প্ৰেম প্রেম রাধারা ভক্তি সাধ্য সার »
প্ৰেম প্রেম রাধারা ভক্তি সাধ্য সার »
Leave a Reply