(তাল—লোভা)
দেহার সুখে কেন প্রেমের মরা মর্লেমনা
প্রেমের মর্ম জানলে না।।ধু।।
মরা হইয়ে অধর ধরা রসিকের ভাব শিখলেম না।।চি।।
কাম ক্ৰোধ লোভ মোহ রিপু ছয়জনা ছয়জনা
ছয়দিকে টানে মাঝির টিপ মানে না।।১।।
মেঘের আশে চাতকিনী বৈসে থাকে একমনা
প্ৰাণ যদি যায় জল পিপাসায় অন্য জল পান করে না।।২।।
কালাচান্দ রাসমোহন তিলকচান্দ ঠিকানা
প্ৰভু রঘুনাথের প্রেমের কারণ রাধারমণ সাধলে না।।৩।।
পূর্ববর্তী:
« দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা
« দেহরাজ্যের অভ্যন্তরে বিরাট একটি বল খেলা
পরবর্তী:
দেহের মাঝে আছে রে মন গোলোক বৃন্দাবন »
দেহের মাঝে আছে রে মন গোলোক বৃন্দাবন »
Leave a Reply