দিন গেলে তুই কাঁদবে রে বইসে
তোদের কান্দন কেউ শুনবে না
মন রে দেহার গৌরব করিও না।।ধু।।
মন রে হীরার দামে চিরা কিনা
আসলে উসুল মিলে না।।
ওরে অন্ধের হাতে মাণিক দিলে যত্ন জানে না।
মন রে একদিন দুইদিন যাবে রে সুখে
চিরদিন সমান যাবে না।
ভবনদী তরিবারে করা সাধনা
মন রে ভবনদীর পারে ভুজঙ্গ নদীর থানা
এগো সাধু যায় হাসিখুশি পাপী যাইতে মানা
মনরে ভাবিয়া রাধারমণ বলে শ্ৰীগুরু চরণ ভজনা
এগো শমন আসি ধরবে যখন ছাড়িয়া দিবে না।
পূর্ববর্তী:
« দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে
« দিন গেলে গোলমালে, মোদের দিন গেল গোলমালে
পরবর্তী:
দিন ত গেল রে মানা ভাই অবুঝারে বুঝাইতে »
দিন ত গেল রে মানা ভাই অবুঝারে বুঝাইতে »
Leave a Reply