তারে তারে গো সই খোজ করিও তারে
মনের মানুষ বিরাজ করে হৃদয় মণিপুরে।।ধু।।
যং রঙ লং বং যং রঙ লং বং
সদাই কংকারে এক তারে বাজাইলে বাজে বাহাত্তর হাজারে।
রসের নাগর সে কালাচাঁন আছে সহস্রারে
পাইলে সুযোগ করিও সংযোগ সে যমুনার পারে
ভাইবে রাধারমণ বলে আমি পাইলাম না রে
বৃথা জীবন কাটাইলাম যমুনারই পারে।
পূর্ববর্তী:
« তারে চিনা কঠিন ভাবে
« তারে চিনা কঠিন ভাবে
পরবর্তী:
তারে দেখলে হয়রে প্রাণ শীতল »
তারে দেখলে হয়রে প্রাণ শীতল »
Leave a Reply