(খেমটা)
কৃষ্ণ ভজো না কোন কাজে দিন যায় রে।
তুমি আসার আশে রইলে রে মন।।ধু।।
অজক্তর রাখ্যতম মনুষ্যজীবন।
হেলায় হেলায় গেল বেলা নিকটে শমন।।১।।
জনম সফল কৃষ্ণপদে যার মন
আত্ম সুখের সুখী হইলে না হয়। সাধন।।।২।।
স্ত্রী-পুত্ৰ-ভাই-বন্ধু কেহ নয় আপন
কেহ না হবে সঙ্গের সঙ্গী কহে শ্ৰী রাধারমণ।।।৩।।
পূর্ববর্তী:
« কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে
« কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে
পরবর্তী:
কৃষ্ণ রূপ আমি কেমনে হেরিব রে দারুণ বিধি »
কৃষ্ণ রূপ আমি কেমনে হেরিব রে দারুণ বিধি »
Leave a Reply