(তাল-খেমটা, রাগ মনোহরসাই)
কৃষ্ণ প্ৰেম সিন্ধু মাঝে থাক মইজে
হইয়ে গোপীর অনুগত।।ধু।।
গোপীর বিশুদ্ধ ভক্তি সজল রতি
প্ৰেম রসে উনমত
যেমন জল ছাড়া মীন জলের অধীন
জল বিনে মীন রয় নিহত।।১।।
গোপীর ভাব চাতাকিনী উন্মাদিনী
মেঘের আশে পিপাসিত
পান করে না অন্য বারি প্রাণে মারি বিনে
নবঘনের সুধামৃত।।২।।
কালাচান্দ মদনমণি অনঙ্গ জিনি
মন্মথের মন্মথ
রাধারমণের কথা হৃদয় গাথা
মন হইল না মনের মত।।৩।।
পূর্ববর্তী:
« কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
« কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
পরবর্তী:
কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে »
কৃষ্ণ ভজ না কেন মন সুদিন যায় রে »
Leave a Reply