কপালের দুষ দিমু কারে সকলই কপালে করে
সুখের সাখী জগৎ ভরা দুঃখের সাখী নাই সংসারে।।
আগে যদি জানতাম ভাই রে ডাকাইতে ডাকাতি করে
ফাঁকি দিয়া নেয় গো মোরে বান্ধিয়া দেয় জেলের ঘরে।।
ভাইবে রাধারমণ বলে ঠেই কলাম ভবের মায়া জালে
ভাইরে এ ভবের বাজারে গিয়ে লুহা কিনলাম সুনার দরে।।
পূর্ববর্তী:
« কদিন আর থাকিবে ভবমাঝারে ওরে ও নাঈম রে
« কদিন আর থাকিবে ভবমাঝারে ওরে ও নাঈম রে
পরবর্তী:
করজোড়ে বলি আল্লাহ দরবারে তোমার »
করজোড়ে বলি আল্লাহ দরবারে তোমার »
Leave a Reply