আসল ধনের নাই ঠিকানা মন করে তার উপাসনা।
কামনদীর মদন বাণে ভাঙ্গিয়া নিল চাঁদের কোণা
মাইয়ার হাটে গেলে পরে সকলে তার ভাও জানে না।।
মাইয়ার সাধন বিষম যেমন মন বিকায় দেড়াদুনা
যেমন রাহু আইসে চন্দ্ৰ গ্ৰাসে প্ৰাণ করিয়া নেয় ষোল আনা।
ভাইবে রাধারমণ বলে রসিক জেনে করা দেনা
অনুরাগের নিক্তি দিয়া মাফতে আছে খাঁটি সোনা।
পূর্ববর্তী:
« আসল কাজে ফাঁকি দিয়া রে মন তুই আর চলিবে কতদিন
« আসল কাজে ফাঁকি দিয়া রে মন তুই আর চলিবে কতদিন
পরবর্তী:
আসলে সমন, শরীরের শক্তি তখন »
আসলে সমন, শরীরের শক্তি তখন »
Leave a Reply