মধুর মধুর অতি সুমধুর মোহন মুরলী বাজে
দেয় করতালি, ব্রজের নাগরী মঙ্গল আরতি মাঝে।।ধু।।
শঙ্খ ঝাঞ্জরী পাখোয়াজ খঞ্জরী কেহ কেহ বীন বাজে।
তা ধৃক তা ধৃক তা — তা তা থৈয়া মধুর মৃদঙ্গ বাজে।
ধূপ দীপ লইয়া মধুর আনন্দে ললিতা বিশাখা সাজে
ময়ুরা ময়ুরী নাচে ঘুরি ঘুরি রাই কানু থইয়া মাঝে।
কহে প্ৰেমানন্দে মনের আনন্দে আর কি এমন হবে
শ্ৰী রাধারমণ যুগল চরণ কবে সে দেখিতে পাবে।
পূর্ববর্তী:
« মধুর ধ্বনি শুনা যায় বাঁশি বাজায় শ্যামরায়
« মধুর ধ্বনি শুনা যায় বাঁশি বাজায় শ্যামরায়
পরবর্তী:
মধুর মধুর স্বরে ডেকেছে আমারে গো কদমতলে »
মধুর মধুর স্বরে ডেকেছে আমারে গো কদমতলে »
Leave a Reply