মধু বৃন্দাবনেরে রাই মিলিল গিরিধারী
উচ্চ পুচ্চ তুলে নাচে ময়ুর ময়ুরী
আমরা যেন নিতই নিতই শ্যামরূপ হেরি
তরুয়া কদম্ব ডালে ডাকে শুকশারি
প্ৰেমানন্দে সখীবৃন্দে দেয়ারে করতালি।
রাধাশ্যাম মিলন হইল বলো হরি হরি।
ভাইবে রাধারমণ বলে সদায় চিন্ডিয়া মারি–
জন্মবধি কইলাম চিন্তা পাইলাম গো শ্ৰীহরি।
পূর্ববর্তী:
« মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায়
« মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায়
পরবর্তী:
মধুর ধ্বনি শুনা যায় বাঁশি বাজায় শ্যামরায় »
মধুর ধ্বনি শুনা যায় বাঁশি বাজায় শ্যামরায় »
Leave a Reply