বাজে গো চাইর আতে এক বাঁশি
বৃন্দাবন চইলে যায় আনন্দেতে ভাসি।
শ্যাম আমার চিকন কাল অমাবস্যার নিশি
রাই আমার বিদ্যুমুখী পূর্ণিমার শশী।
গাথিয়া ফুলের মালা যতেক রূপসী
শ্যামের গলে দেয় মালা মৃদু মৃদু হাসি।
ময়ুরায় নৃত্য করে তামালেতে বসি
ভেইবে রাধারমণ বলে হাইতাম শ্যামের দাসী।
পূর্ববর্তী:
« বাজায় বাঁশি ঘনাইয়া ওগো
« বাজায় বাঁশি ঘনাইয়া ওগো
পরবর্তী:
বাতনে যায়রে মনা – ভেদ না বুঝে করিলে »
বাতনে যায়রে মনা – ভেদ না বুঝে করিলে »
Leave a Reply