দেখ দেখা গো সখী দেখা নয়ন ভরি
বিপুলায় শ্যামকে দেখে খৈ বরিষণ করি।
খৈ ছিটায় মুষ্টি ভরি মুখে বলে হরিহরি
আনন্দে নৃত্য করে শ্যামাপ্ৰদক্ষিণ করি।
বিপুলায় হর্ষ করে ঘুরি ঘুরি শ্যাম নেহারে
মনানন্দে উছলে পড়ে। শ্যাম ধরি কি ধরি।
ভাইবে রাধারমণ বলে আয় গো সবে কৌতুহলে
জয় গোবিন্দ বলে নাচ নাচ উল্লাস ভরি।।
পূর্ববর্তী:
« দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে
« দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে
পরবর্তী:
দেখতে তোমায় মন চাইছে »
দেখতে তোমায় মন চাইছে »
Leave a Reply