ছাড়িয়া না দিব বন্ধুরে ছাড়িয়া না দিব
তুমি যদি ছাড় বন্ধুরে আমি না ছাড়িব।
ওরে সুনারো পুতুলার মত হৃদয়ে রাখিব।।
তুমি হইবায় কল্পতরু রে বন্ধু আমি হইব লতা
ওরে দুই চরণে বান্ধিয়া রাখিমু ছাড়িয়া যাইবায় কোথা।
ভাইবে রাধারমণ বলে রে বন্ধু মনেতে ভাবিয়া
অভাগীরে সঙ্গে নেও নিজ দাসী জানিয়া।
পূর্ববর্তী:
« ছাড়িলে বিদ্বেষ পাবে মাইন্সের উদ্দেশ
« ছাড়িলে বিদ্বেষ পাবে মাইন্সের উদ্দেশ
পরবর্তী:
ছাড়িয়া যাইবার না লয় মনে আমরা বিদায় হই »
ছাড়িয়া যাইবার না লয় মনে আমরা বিদায় হই »
Leave a Reply