একাসনে রাইকানু প্ৰেমে ভাসিয়া যায়
একজনের গায়ের বসন আরেক জনের গায়
কে রাধা কে কৃষ্ণ চিনন না যায়।।
শ্যামের বামে রাইকিশোরী বইছইন দুইজনে
পুষ্পবৃষ্টি করে তারা সব সখীগণে।
দুবাহু তুলিয়া শ্যামে ধরেন রাইর গলায়
চন্দ্ৰগ্ৰহণ লাগিয়াছে ভাবে বুঝা যায়।
ভাইবে রাধারমণ বলে দেখো সখীগণে
যুগলামিলন হইল আজি রস বৃন্দাবনে।
পূর্ববর্তী:
« একবার যদি আমি আরব যেতাম নবীজির দেশে
« একবার যদি আমি আরব যেতাম নবীজির দেশে
পরবর্তী:
একি দুরাশা একি দুরাশা »
একি দুরাশা একি দুরাশা »
Leave a Reply