হে ভোরের বায়ু, বল ঐ মনোহরাকে,
কতকাল থাকবো বঞ্চিত তোমার মিলন থেকে।
বিরহ-জ্বালায় বক্ষ হয়েছে বিদীর্ণ,
হে প্রেয়সী এসো একদিন আমার কাছে।
দূর কর মনোকষ্ট আল্লাহ্র দিকে চেয়ে,
হার মানে ঈসা নবী তোমার চিকিত্সার কাছে।
চুমু দাও তোমার লাল ওষ্ঠ দিয়ে,
তাড়িয়ে দিও না দ্বার থেকে এই নিঃস্ব ফকিরকে।
ফাঁস করলাম আমার মনের গোপন কথা,
আশা এই: করবে তুমি আমার রোগের চিকিত্সা।
হে মন! দৃঢ় থাক প্রেমের ময়দানে,
বক্ষকে কর জালিম তীরের লক্ষ্যস্থল।
যতদিন ঘুরবে আকাশ, ততদিন দেখবে না কখনো
আশিকের ধৈর্য আর মা’শুকার কৃতজ্ঞতা।
পতঙ্গ জানে ভালবাসার রীতিনীতি,
শাহীন! শিখে নাও তার কাছে কৃতজ্ঞতার সবক।
কেটেছে সারাটি জীবন প্রেমিকার মূর্তি পূজায়,
কেমনে পাবে তুমি সন্ধান আল্লাহ্র পথের!
মূল ফারসি থেকে অনুবাদ: মুহম্মদ আবদুল্লাহ
Leave a Reply