কাঁচামাটির বিগ্রহ—মোসাদ্দেক আহমেদ \ জাতীয় সাহিত্য প্রকাশ, ঢাকা \ প্রচ্ছদ: শামসেত তাবরেজী \ ফেব্রুয়ারি ২০০৯ \ ১৭৬ পৃষ্ঠা \ ১৮০ টাকা।
ভাগ্যের খোঁজ পেতেই যাযাবর জাতি পাড়ি জমায় অজানার উদ্দেশে। স্থিতির স্বাদ নেওয়ার অমোঘ আকর্ষণে যাযাবরদের যে সংগ্রাম অন্তহীন তার বিরাট ক্যানভাস কাঁচামাটির বিগ্রহ। মোসাদ্দেক আহমেদ বিন্দী নামক ক্ষুদ্র যাযাবর গোষ্ঠীর দৈনন্দিন জীবনাচার নিবিড়ভাবে দেখেছেন, সেই দেখার ফল কাঁচামাটির বিগ্রহ। এসব প্রান্তিক মানুষের ভাষা আর সংস্কৃতির ডিটেইল ছবি আছে এ উপন্যাসে। সেই সঙ্গে আগ্রহ তৈরি করে যাযাবর জীবনের শিকড় সন্ধানের।
বাজিকর, বানজারা, বাদিয়া, নলুয়া, বেদে ও বিন্দীরা হাজার বছর ধরে বাংলার জনপদে বেঁচে আছে তাদের যাযাবর জীবনবৃত্তের রহস্য আর সংগ্রাম নিয়ে। পুরাণ মতে, গোবিন্দের গায়ের ময়লা থেকে বিন্দী জাতির সৃষ্টি। জন্ম-সৃষ্টির করুণাধারায় তারা যাযাবর। মাছ ধরা, ইঁদুরের গর্ত ভেঙে ধান সংগ্রহ করাই তাদের প্রধান জীবিকা। ঔপন্যাসিক যাযাবর জীবনের চিরায়ত সমস্যাকে ধরতে চেয়েছেন।
সমাজের তলায় থাকা এসব মানুষ চিরকাল নির্যাতিত। রাজনৈতিক অস্থিরতা সেই অত্যাচারের মাত্রা বাড়াতে সাহায্য করে। বাসুদেবের আধ্যাত্মিক ক্ষমতার রহস্য পাঠককে যেমন শিহরিত করে তেমনি ধীরেনের অসহায়ত্ব হূদয়কে আর্দ্র করে তোলে। বর্তমান সময়ের ক্ষমতার অপপ্রয়োগ ও দখলদারি রাজনীতির নগ্ন রূপও এ উপন্যাসে চোখে পড়ে। বছর বছর সরকার পাল্টালেও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বরং তালাবাড়িয়া বিলের অধিকার হারিয়ে বিন্দীরা তাদের চিরকালের পেশা হারায়। নিরূপায় বিন্দী যুবক মাছ ধরা ছেড়ে দিয়ে ব্যবসা বা জনমজুরির দিকে ঝোঁকে। বাসুদেব আর তার ভাই জাল বোনে, কিন্তু মিলন, সণাশরা বাপদাদার পেশা ছাড়তে বাধ্য হয়।
নিপীড়িত যাযাবরের ছবির পাশে সংখ্যালঘু নির্যাতনের ছবিও। নির্যাতনের শিকার সংখ্যালঘু অলকার পরিবার মান বাঁচাতে দেশ ছাড়ে। কাহিনি বিশেষ রাজনৈতিক তাত্পর্য পেয়েছে মুক্তিযুদ্ধের সংগঠক আরেফের মাধ্যমে। মৃত্যুহীন পাখির মতো আরেফ থেকে যান বিন্দীদের জীবনের মধ্যে, তাঁর ব্যক্তিত্ব, রাজনৈতিক আদর্শ-স্বপ্ন-আকাঙ্ক্ষার বয়ানে ঋদ্ধ কাঁচামাটির বিগ্রহ।
লেখক বিন্দীদের ভাষা গোড়িয়াকে আত্মস্থ করে নিজের অভিজ্ঞতার মিশেলে উপন্যাসের ছিলা টানটান রেখেছেন। বোঝার সুবিধার ক্ষেত্রে টীকা বিশেষ ভূমিকা রেখেছে। তবে বিষয়ের সঙ্গে কাঠামোর দ্বৈরথের কারণে উপন্যাসে একটা ডকুমেন্টারির গন্ধ পাওয়া যায়। মোসাদ্দেক আহমেদ নিরীক্ষাপ্রিয় কথাশিল্পী, বিন্দী জীবনের বিশালতাকে কাঁচামাটির বিগ্রহে ধারণ করে সে কথারই প্রমাণ দিয়েছেন তিনি।
রাহেল রাজিব
সূত্র: প্রথম আলো, জানুয়ারী ১৮, ২০০৯
Leave a Reply