যদি অবহেলায় খোয়া যায় স্মৃতির রুমাল
দলপিপিদের মতো লম্বা পায়ে সরে যাব
নুয়ে পড়া আকাশের ক্লান্ত মোহনায়।
যদি উপেক্ষায় বাসি হয় রক্তিম গোলাপ
স্খলিত আঁচলের মতো মাটিতে লুটিয়ে পড়ে
ঘাস হয়ে চুপসে রবো বৃক্ষের তলে।
যদি অবজ্ঞায় বেঁকে ওঠে ঠোঁটের কিনার
গুটিয়ে নেওয়া শামুকের মতো নিজেকে আড়াল করে
রেখে দেব নিজের ভেতর।
যদি অভিমানে নেমে আসে বিষণ্ন বিকেল
আসমান জমিন জুড়ে বিরহের দেয়াল গেঁথে
ছাই হব বিরাগের অনন্য অনলে।
যদি প্রেম দিতে শিখে হামাগুড়ি তুষারে পর্বতে
মেনে নেব নির্বাসন জীবন জীবন বনবাস।
আর যা-ই করো, অপমান করো না দোহাই
অপমানে কুরুক্ষেত্রে খাড়াব নির্ঘাত।
দুখু বাঙাল
সূত্র: প্রথম আলো, জানুয়ারী ১৮, ২০০৯
Leave a Reply