ম্যাসেজ অপশানে যাও, ওপেন করো
ফোল্ডার, আশি, নব্বই না শততম?
সভাচলে বসে ম্যাসেজ ম্যাসেজ খেলা
বুকে উড়ানির ধুলো উড়িয়ে ছিটিয়ে
ছোট্ট ক্লিক শব্দে কিছু পর পর
আগুন রাঙা মুখে নিঃশব্দ হাসিতে
বার্তা বিনিময়
প্রকৃত ম্যাসেজ অপশানে যাও
সত্তর, নব্বই, নাকি তার চেয়ে বেশি
কোথায় তোমার অবস্থান?
মেয়ে, তুমি দেখে নাও, ভরা কলসির
ভরভরন্ত বেলায়
তোমার অবস্থান কোথায়?
অথবা সার্চ করতে পার
ডব্লিউ ডব্লিউ উব্লিউ ডট আকাশ ডট নদী ডট কম।
শাহজাদী আঞ্জুমানআরা
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১৩, ২০০৯
Leave a Reply