কোনো স্বচ্ছ ধারণা নয়,
অদ্ভুত সংকেত তৈরি করে শুধু
প্রান্তরের ধু-ধু…
পথের অপার থেকে সমাধি-মর্মর অবধি
অন্ধকার, মাতাল হাওয়ায়,
ফুলেল প্রদীপ জ্বেলে দেখা হেমন্তের বন-বনান্তর;
নিঃশব্দ প্রকৃতি, গাছের আড়ালে চাঁদ
আরও নিঃশব্দতর!
ফলে, তাকিয়েও ফল হয় না কোনো শূন্যতায়—
মহাকাল চক্রনেমি!
ঊষর, আচ্ছন্ন পা ফেলে পথে বহুদূর—
সাপের ন্যায় গড়িয়ে চলা পথটাকেই যে
দেখতে হয়
জ্বালিয়ে স্বচ্ছ, নিরাময় শিখাগুচ্ছ।
জানি না কীভাবে তারা বাঁধবে আমাকে এখন,
রাত্রির কীটদের যন্ত্রণা থেকে আরও দূরে
কোনো শিউলিময়তায়।
আশরাফ রোকন
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১৩, ২০০৯
Leave a Reply