বালক আত্মার শহরের কথা কে শোনে নাই। পরকালের
শেষ সড়কের পুব পাশে যে এর অবস্থান তাও অনেকে জানে।
এ শহরের আকাশে মৃত বালকেরা ঘুড়ি ওড়ায় আর পাখির মতন
গাছের ডালে বসে থাকে। যারা সাঁতার জানে না ফেরেশতারা
তাদের সাঁতার শেখায়। শোনা গেল, পৃথিবীর পুকুরে ডুবে
যে ছেলেটা মরে গেছে পরকালে সে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছে।
ইমতিয়াজ মাহমুদ
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১৩, ২০০৯
Leave a Reply